Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি
Details

এতদ্বারা শরীয়তপুর বিদ্যুৎ সরবরাহ, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকোলিঃ), শরীয়তপুর দপ্তরের ধানুকা ৩৩/১১ কেভি সাব স্টেশনের টাউন-০১/০২, আঙ্গারিয়া, রাজগঞ্জ ও আটং ফিডারের আওতাধীন (তুলাসার, পালং, উত্তর বালুচড়া, ধানুকা, চর পালং, উত্তর পালং, বাঘিয়া, কোটাপাড়া, কাশাবো, আঙ্গারিয়া বাজার, কাশিপুর, দারিয়াপুর, স্বর্ণঘোষ, রাজগঞ্জ বাজার, কাগদী, বালুচড়া,দক্ষিন আটং, দেওভোগ, খেলসি, বিলাস খান, দাষাত্তা, পূর্ব কোটাপাড়া এলাকার) সম্মানিত সকল বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ১৯ ডিসেম্বর ২০২০ খ্রিঃ তারিখ রোজ শনিবার সকাল ০৮.০০ টা হতে বিকাল ০4.০০ টা পর্যন্ত  ৩৩কেভি লাইন ও  ধানুকা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক সংরক্ষণ ও রক্ষনাবেক্ষণ কাজের জন্য সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

সাময়িক বিদ্যুৎ বিচ্যুতির কারনে সম্মানিত গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখিত।

Publish Date
15/12/2020
Archieve Date
04/01/2021